বিদ্যালয়ের দেওয়াল লিখন এর কিছু অংশ
বিদ্যালয়ের দেওয়ালে বিভিন্ন বিষয় নিয়ে যদি লেখা হয় তাহলে তা আসতে আসতে শিক্ষার্থীদের বোধগম্য হবে। দেখে দেখে শেখা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। লেখাপড়ার পাশাপাশি শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আগে প্রয়োজন চারিত্রিক গঠন বা মনেরবিকাশ বা মানসিক বিকাশ আগে প্রয়োজন। তার জন্য প্রয়োজন, দেয়ালে দেয়ালে মনীষীদের কিছু বাণী লিখন। যেগুলো শিশুরা বিভিন্ন সময়ে পড়ার সুযোগ পাবে। ধীরে ধীরে এই বাণী গুলোকে নিজেদের বলে মনে করতে থাকবে। ধীরে ধীরে বিকাশ পাবে চরিত্র। কথায় আছে, শিশুবেলার শিক্ষা সবাই সারাজীবন বয়ে চলে। তেমনি কিছু বাণী লেখা আছে প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে, হল ঘরে ও ক্লাস রুমে। নেতাজী সুভাষচন্দ্র বসুর মতো বীরের বাণী সাহস যোগাক শিশুদের। এমন অনেক লেখা লিপিবদ্ধ থাক দেওয়ালে দেওয়ালে। ডা: সঞ্জয় কুমার মল্লিক
Comments
Post a Comment